Spread the love

শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু সংকটে বিপন্ন উপকূলীয় গ্রামীণ নারীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ডে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি চাই’, ‘কোনো কাজ ছোট নয়, নারী পুরুষের সমতা চাই’, ‘সমমজুরী নীতিমালা বাস্তবায়ন চাই’, ‘বৈষম্য নয় সকল ক্ষেত্রে সমতা চাই’, ‘ছেলে হোক মেয়ে হোক সবার খাবার একই হোক’, ‘গণপরিবহনে নারী আসন নিশ্চিত করুন’, ‘স্বাস্থ্য ঝুঁকি কমাতে লবণ পানি মুক্ত কাজ চাই’, ‘জলবায়ু সংকটে বিপন্ন মানুষের জীবন রক্ষা করুন’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জয়াখালী নারী সংগঠনের সভানেত্রী নাজমুন নাহার, কালমেঘা নারী সংগঠনের সভানেত্রী বনশ্রী, বনজীবী শেফালী বেগম, কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, জয়িতা প্রতিবন্ধী সংগঠনের অস্টমী মালো, ভুরুলিয়া ইউপি সদস্য কুলসুম বেগম প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার হচ্ছে নারীরা। উপকূলের মানুষের জীবনযাত্রায় নারীদের সংগ্রাম অনন্য হলেও সর্বক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান আরও স্বীকার করা হয় না। যা দুঃখজনক।

বক্তারা জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরণের দাবি জানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *