Spread the love

এসভি ডেস্ক: হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস রেখে পালিয়ে গেছেন আয়োজকরা।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।

তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

এসিএফ এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারির দল হরিণের মাংস রান্না করে ভোজের আয়োজন করে।অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংসসহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *