বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধুর নাম নমিতা মন্ডল (৪৩)। তিনি স্থানীয় শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।
খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন সাতক্ষীরা ভিশনকে জানান, নমিতা-শংকর দম্পতি’র একমাত্র মেয়ের একটি বিশেষ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। সেই বিষয় নিয়ে শুক্রবার রাতের কোন এক সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন নমিতা মন্ডল। পরে পরিবারের সদস্যরা টের পেলে শনিবার সকালে পুলিশ যায় এবং মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরে বলেন, পরিবার ও এলাকাবাসীর অনুরোধে নমিতার দেহ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকারের অনুমতি দেয়া হয়।