Spread the love

এসভি ডেস্ক: জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন বলেছেন, বাংলাদেশ প্রায় ৪০ টি (আর টি) পি সি আর ল্যাব ক্রয় করতে যাচ্ছে। সেটি বর্তমানে ক্রয় কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি দেশে ৫টি পি সি আর ল্যাব স্থাপিত হয়, তার মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে একটি পিসিআর ল্যাব স্থাপিত হবে।

শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ০১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলার কোভিড ম্যানেজমেন্টের দায়িত্ব প্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েতসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী, জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ,পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সহ জেলা কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *