Spread the love

কামরুল হাসান: কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভঙ্করকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান। ‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা মেধাবী তরুণ কাজী আওনাফ আতিফ শিবিলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, শিবিলের মৃত্যুতে একটি স্বপ্নের মত্যু হয়েছে। মেধাবী এই তরুণ এ দেশকে, সমাজকে সুন্দর আগামীর পথ দেখাতে পারতো। একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালো। শিবিলের অভাব আমরা আজীবন বোধ করবো। সে বেঁচে থাকবে আমাদের অন্তরে, অস্তিত্বে, অনুভবে, স্মৃতিতে আজীবন। স্মরণ সভায় শিবিলের স্মতিচারণ করেন ও উপস্থিত ছিলেন শিবিলের পিতা ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট কাজী আছাদুজ্জামান আছাদ, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, ফারুক রাজ, দুপ্রক সদস্য উৎপল সাহা, মাওলানা মতিউর রহমান, শিক্ষক অনুপ কুমার ঘোষ, প্রয়াত শিবিলের মামা শেখ জাহাঙ্গীর কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সদস্য শেখ শাহাজাহান আলি শাহিন। শিবিলের বিদেহী আত্মর শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মত্যুবরণ করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলো শিবিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *