Spread the love

এসভি ডেস্ক: জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়াকে টপকে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। এবার লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে ভয়াবহ রূপ ধারণ করছে করোনার বিস্তার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫ হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছেন। এটিই ছিল বিশ্বের মধ্যে কোনও দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

করোনার বিস্তার ঠেকাতে পেরু সরকার এরইমধ্যে লকডাউন ও কারফিউসহ নানা ব্যবস্থা জারি করা সত্ত্বেও প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ব্যাপক হারে বাড়ছে। 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, পেরতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৭৭২ জন। ফলে সেখানে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ২৯ হাজার ৭৫১। 

এদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় ৫৩ হাজার মানুষ। এখনও দেশটিতে চিকিৎসাধীন রয়েছে আরও ৭৩ হাজার ৫৭ জন। এদের মধ্যে ৯২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ১৫৯ জন। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৩ হাজার ৭৮৮ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ৩ লাখ ৯২ হাজার ৩৬০ জন এবং প্রাণ হারিয়েছে ২৪ হাজার ৫৪৯ জন। 

এরইমধ্যে করোনা সংক্রমণ রোধে চলমান কারফিউ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *