Spread the love

এসভি ডেস্ক: পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, ৮২ বছর বয়সও যদি হয়ে যায়, তারপরও পছন্দের নারীকেই বিয়ে করা উচিত। নতুন বছর উপলক্ষে আয়োজিত সোশ্যাল মিডিয়া লাইভে এক প্রশ্নের জবাবে তিনি এই পরামর্শ দেন।

নতুন বছর উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাকার। সেখানে কাকারকে প্রশ্ন করা হয়, ৫২ বছর বয়সী ব্যক্তির কী তার পছন্দের নারীকে বিয়ে করা উচিত।

এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘অবশ্যই, এমনকি আপনার বয়স ৮২ বছর হলেও পছন্দের নারীকে বিয়ে করুন।’ আরেকজন প্রশ্ন করেন, টাকা না থাকার পরেও যদি কেউ কাউকে ইমপ্রেস করতে চায় তাহলে কী করা উচিৎ?

এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানান, তিনি কখনোই তার জীবনে কাউকে ইমপ্রেস করেননি এবং তাকে সবসময় অনেকে ইমপ্রেস করেছেন।

পাকিস্তানে আগামী ৮ জানুয়ারি জাতীয় নির্বাচন। তবে নির্বাচন নিয়ে দেশটিতে সাধারণ মানুষের আগ্রহ তেমনটা নেই বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নজিরবিহীন অর্থনৈতিক দুর্দশা ও রাজনৈতিক অচলাবস্থার মধ্যে কাকারের এমন মন্তব্যের অনেকে সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *