Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় করোনা ভাইরাস আছে কি-না তা সনাক্তকরণে প্রথমবারের মতো ১১জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

সোমবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তারা সবাই কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নমুনা সংগ্রহ করা ব্যক্তিরা জ্বর, গলা ব্যাথা, হাচি- কাশি রোগের চিকিৎসার জন্য হাসপাতালে যান। সকলের সুরক্ষার স্বার্থে তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটা নিশ্চিত হতে ওই নমুনা সংগ্রহ করা হয়। সেসময় নমুনা সংগ্রহকারী চিকিৎসক পিপিই পরিহিত ছিলেন। সামাজিক দূরত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে স্থাপন করা অস্থায়ী ক্যাম্পে আজ ১১ জন জ্বর, গলা ব্যাথা, হাচি-কাশির রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পজিটিভ না নেগেটিভ সেটি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *