Spread the love

দেবহাটা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে গৃহবন্দী থাকা মানুষের ডাকে সাড়া দিয়ে দিনরাত বাড়ী বাড়ী গিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে দেবহাটা ছাত্রলীগের ভ্রাম্যমান মেডিকেল টিম।

সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে থাকা মানুষদের স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের তত্বাবধায়নে স্থানীয় একাধিক চিকিৎসক ও ছাত্রলীগ কর্মীদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান মেডিকেল টিমটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সময়ে অসময়ে দিনে কিংবা রাতে ভ্রাম্যমান মেডিকেল টিমের হটলাইন নাম্বার গুলোতে (০১৭১১-৯০৬৯৯৫, ০১৯১১-৬৩৩০৬৮, ০১৭২২-২৭৬৫২৭, ০১৭৫৭-৪৯৮৭৭৮, ০১৯৯৯-৭৭৪৮৩৬, ০১৯০৮-৩৫৬৩১২, ০১৯৩৪-৮০৮৯১০) ফোন করে স্বাস্থ্যসেবা চাইছেন গৃহবন্দী মানুষরা। হটলাইনে ফোন দেয়ার কিছুক্ষনের মধ্যেই সেবাপ্রার্থীদের বাড়ীতে পৌঁছে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ভ্রাম্যমান মেডিকেল টিম। পাশাপাশি সেবাপ্রার্থীদের অবস্থা আশঙ্কাজনক হলে ছাত্রলীগের খরচে উন্নত চিকিৎসার জন্য এসকল মানুষকে এ্যাম্বুলেন্স কিংবা প্রাইভেটকার যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সাতক্ষীরা সদর হাসপাতলেও স্থানান্তর করছেন মেডিকেল টিমের সদস্যরা।

মঙ্গলবার গভীর রাতেও উপজেলার বসন্তপুর ও মাঘরীতে শ্বাসকষ্টে আক্রান্ত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা ও মানুষের সেবায় ছাত্রলীগের ভ্রাম্যমান মেডিকেল টিম সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *