Spread the love

এসভি ডেস্ক: জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরোধিতায় বাংলাদেশিদের পক্ষে সোচ্চার হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দেশ ছাড়তে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

নাগরিকত্ব আইনের সমর্থনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা থেকে তিনি এ হুশিয়ারি দেন।

মমতাকে হুমকি দিয়ে রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, তার সরকার আসার পর থেকে সারা ভারতে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি।

সংসদে অবশ্য এনআরসির জন্য সারা ভারতবাসীকে প্রস্তুত থাকার কথা কয়েকদিন আগেও বলেছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও মঙ্গলবার তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *