Spread the love

এসভি ডেস্ক: আবরার ফাহাদ হত্যার ঘটনায় তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন বিষয়ে বুধবার (৯ অক্টোবর) বিকালে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশগ্রহণ এবং ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেন। আমিও ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছি। এখন একটা ঘটনা ঘটেছে বলেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে কেন? তবে বুয়েট চাইলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে। এতে হস্তক্ষেপ করব না।

এরপরই আজ বুয়েট প্রশাসন তাদের ক্যাম্পাসে চিরতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল।

এর আগে একইদিন আবরার ফাহাদ হত্যা মামলার ১৯ আসামিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *