Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা ব্রীজের মুখে জলমহালের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। রোববার সন্ধায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিষাডাঙ্গা পূর্ব পাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অলোক ঢালীর নামে বালুয়া নদী জলমহাল ইজারা নিয়ে মৎস্যজীবিরা ভোগ দখল করে থাকেন।

১৪২৫ সালের ৩০ চৈত্র ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। যথারীতি তারাসহ অন্যরা জলমহালের ইজারা পেতে সিডিউল জমা দিয়েছেন। ১লা বৈশাখ জলমহাল ইজারার মেয়াদ না থাকায় সাতক্ষীরা জেলা তাতীলীগ যুগ্ম আহবায়ক কাজী মারুফ ও তার লোকজন এবং মুড়োগাছা গ্রামের কামাল মোড়লের পুত্র হাবিবের নেতৃত্বে তার লোকজন ব্রীজের মুখে পৌছায়।

তারা (মারুয়) বিষয়টি মিমাংসার চেষ্টাকালে প্রতিপক্ষ তাদের উপর আক্রমন করে। বেদম আক্রমনে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। প্রতিপক্ষের আক্রমণে তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কাজী মারুফ, তাতীলীগ নেতা কাজী আঃ ফরহাদ, শেখ তারিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। রাতেই তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।