Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ার যুগিখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দূর্বৃত্তদের হামলার খুলনা বিএল কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্রসহ তিন যুবক মারাত্বক জখম হয়েছে।

রক্তাক্ত জখম অবস্থায় আহতদের সহপাঠিরা উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি শনিবার (৩০ ই মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার যুগিখালী প্রাইমারী স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে।

আহতরা হলেন খুলনা বিএল কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার বামনখালী গ্রামের  ইসলাম সরকারের ছেলে আকাশ সরকার (১৯), একই গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে মালায়েশিয়া প্রবাসী সেলিম রেজা (১৮) ও মোসলেম সরকারের ছেলে রাকিব সরকার (১৭)।

হাসপাতালে আহতরা জানান, ২৬শে মার্চ উপলক্ষে যুগিখালী প্রাইমারী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় কিছু বখাটে যুবকরা সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড করার পায়তারা ও উসকানিমূলক আচরণ করতে থাকেন৷ আহত যুবকরা বখাটেদের কথায় প্রতিবাদ করলে পরিস্থিতি শান্ত না করে  মঞ্চে উপর দাঁড়িয়ে থাকা ইউনিয়ন যুবলীগ নেতা ওহিদুজ্জামান পিন্টু মাইকে প্রতিবাদী যুবকদের উপর হামলার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলীর ভাইপো রাকিব, রায়হান, তাইফুন ও কামরুলসহ অঙ্গত দূর্বৃত্তরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে জখম করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মারামারী হওয়ার তৎক্ষনিকভাবে সেটা বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া কয়েকজন যুবক হামলার শিকার হয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।