Spread the love

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা পারুলিয়া গ্রামে বসবাস করেন বাবু দাশ(২৮)। বাবা সন্তর দাশের ফেরি করে কলা পাতা বিক্রি পেশা টি ধরে রেখেছেন তিনি।

সকাল হতে গ্রামে গ্রামে ঘুরে কলা পাতা প্রতি ১ টাকা দরে ক্রয় করেন। এরপর পাতা গুলো বাড়িতে নিয়ে পরিবারের সবাই মিলে পাতা গুলো ছোট ছোট টুকরা করে এক সাথে বেঁধে বাজারে নিয়ে যান।

এ ব্যাপারে কথা হয় বাবু দাশের সাথে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম্য এলাকা হতে কিনে আনা ৩ টি পাতা টুকরা করে প্রায় ২০ টুকরা হয়। এরপর বিভিন্ন মৎস্য আড়তে নিয়ে যেয়ে ১ কুড়ি পাতা ৮ টাকা দরে বিক্রি করি। । মাছ বরফ জাত করার কাজে আড়ৎদাররা ব্যবহার করেন এই কলা গাছের পাতা। এই কাজ করে যা আয় হয় তা দিয়েই আমার সংসার চলে।

তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ব্যাপক হারে মাছ চাষ হয়। মাছ বরফ দিয়ে জমানোর কাজে কলা পাতার প্রচুর চাহিদা থাকলেও সে ভাবে কলা পাতা পাওয়া যায়না এখন।

বিশেষ করে বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টিতে কলা গাছ ও পাতা নষ্ট হওয়ায় পাতা পাওয়া জায়না। এ সময়টাই জীবিকা নির্বাহে কষ্ট হয়।