Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সড়কের পাশে খাস জমি অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে।

গ্রাম পুলিশ ঘটনাস্থানে পৌছে কাজ বন্দ করে দিয়েছেন। শ্বেতপুর গ্রামের মৃত অহেদ বক্সের পুত্র আনারুল ইসলাম কয়েক মাস আগে শ্বেতপুর মৌজায় ১নং খতিয়ানে ৩১৭ দাগে খাস জমিতে ঘর নির্মান করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে ও তহশীলদার লোক পাঠিয়ে কাজ বন্দ করে দেন।

আরো পড়ুন: আশাশুনির বড়দলে ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

পরবর্তীতে তহশীলদার সার্ভেয়ার নিয়ে মাপজোক করেন। এখনও প্রতিবেদন দেননি। এরই মধ্যে একই দাগে ও অবৈধ নির্মানকৃত ঘরের পাশে সড়কের পাশে কঞ্চির বেড়া দিয়ে ২২ ফেব্রুয়ারি তারা জমি দখল এবং রাস্তার উপর বিরাট একটি শীল কড়ই গাছের ডালপালা কেটে নিচ্ছিলেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজাকে এলাকাবাসীর পক্ষ থেকে অবহিত করা হয়েছে। গ্রাম পুলিশ আঃ আলিম ঘটনাস্থানে গিয়ে ঘেরাবেড়া দেওয়ার কাজ বন্ধ ও গাছের ডাল কাটতে নিষেধ করে দিয়েছেন।

এব্যাপারে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, মাপ জরিপ করা হলেও এখনও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।