Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে কৈখালী কোস্টগার্ড সদস্যরা মামুন বাহিনীর ডেরায় জিম্মি এক জেলেকে উদ্ধার করেছে।

বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা ব্যাপী সুন্দরবনে মৌখালী, চুনকুড়ী, চুনকুড়ীর মাথা, গোলাখালী, মাথাভাঙ্গা, হরিনগর ও মীরগাং এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত জেলে হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল (৫০)। উদ্ধারকৃত জেলেকে মুন্সিগঞ্জ ইউপি ৮নং ওয়ার্ড সদস্য আনারুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ-আল-মাসুদ জানান, সুন্দরবনে বনদস্যু মামুন বাহিনী অবস্থান নিশ্চিত হয়ে কৈখালী কোস্টসার্ড পেটি অফিসার আমির হোসেনের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে মামুন বাহিনী অস্ত্র ও মালামাল ফেলে গহিন সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ৪টি দেশীয় তৈরী বন্দুক ও বনদস্যুদের ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করেন।

তিনি আরও জানান, সুন্দরবনে বনদস্যু দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে।