Spread the love

এস ভি ডেস্ক:  বৃহস্পতিবারের দিনটা কি নতুন পাকিস্তান হতে যাচ্ছে? ইসলামাবাদ থেকে ছড়িয়ে পড়া এই প্রশ্ন ঘুরছে দক্ষিণ এশিয়ার সর্বত্র৷ বুধবার সন্ধা থেকে রাত যত বেড়েছে ততই পাকবাসীদের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয়দের সাথে বাংলাদেশীরাও চোখ রেখেছেন সর্বশেষ নির্বাচনী ফলাফলে৷ রাত হয়েছে গভীর৷ ক্যালেন্ডারের পাতায় পাল্টে গিয়েছে তারিখ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইমরান খানের দলের আসন সংখ্যা৷

পাক সংবাদ মাধ্যমের হিসেব বলছে (রাত ৩.২৬ মিনিট) পিটিআই এগিয়ে ১১১টি আসনে৷ পিএমএল (এন) ৬৯টি আসনে, পিপিপি এগিয়ে ৩৮টি আসনে৷ তবে সব থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে অন্যান্য দল ও নির্দলদের অবস্থান৷ অন্তত ৫০টির বেশি আসনে এগিয়ে বিভিন্ন দল৷
নির্বাচনে জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার রাজনৈতিক শাখা আল্লাহ হো তেহরিক কোথাও এগিয়ে নেই৷ তাদের সরাসরি বর্জনই করেছেন পাকবাসী৷
খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে এসেও ছক্কা হাঁকালেন। যৌবনে ক্রিকেটের বাইশ গজে কাঁপিয়েছেন। আর পড়ন্ত বেলায় পুরো পাকিস্তান! একেবারে জাত ‘কাপ্তান’ যাকে বলে। এক সময় দেশের হয়ে দল চালিয়েছেন। এখন প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দিতে যাচ্ছেন পুরো দেশ। গুজব-কানকথাই শেষপর্যন্ত সত্য হল। সেনাশক্তিতে হোক আর কপালজোরেই হোক- জয়ের মালা উঠছে ইমরান খানের গলাতেই। সে কথাই বলছে নির্বাচনের বেসরকারি ফল।