Spread the love

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলনকে সামনে রেখে ‘কয়লা, গ্যাস বা হাইড্রোজেন নয়, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই’এই দাবিতে জন সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত¡রে অনুষ্ঠিত জনসম্মিলনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ, ক্লিন, বিডবিøউজিইিডি গ্রোথ ওয়াচ।

স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে জনসম্মিলনীতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আবদুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা আবদুস সামাদ, সাবেক কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি, নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলনের নেতা আদিত্য মল্লিক, মফিজুর রহমান, বৈশাখী পাল, হরিজন নেতা গৌরপদ দাশ, উন্নয়নকর্মী সাকিবুর রহমান, লুইস রানা গাইন, মহিদা মিজান, সাংস্কৃতিককর্মী মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

জনসম্মিলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিগত দেড় দশক ধরে জ্বালানি খাতে অরাজকতা চলছে। বাংলাদেশের জ্বালানি খাতে ব্যবসার ৮০ শতাংশ জি-২০ ভুক্ত দেশগুলোর সাথে হয়ে থাকে। এর মধ্যে এশিয় অঞ্চলের ৬টি দেশ থেকে বাংলাদেশ জ্বালানি তেল সংগ্রহ করে। আমাদের জীবাশ্ম জ্বালানির দরকার নেই, আমাদের দরকার-নবায়নযোগ্য জ্বালানি। সেজন্য নেতৃবৃন্দ জি-২০ সম্মেলনে এই বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের কাছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *