Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জনগুরুত্বপূর্ণ বেত্রবতী নদীর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্নিকটে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মাননবন্ধনের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালীন বক্তারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতী ব্রিজের বন্ধ থাকা নির্মাণ কাজ ফের চালু করার দাবি জানান। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ এ ব্রিজে নিত্য  মানুষ ও যান চলাচল অব্যাহত থাকায় বড় ধরনের যেকোনো দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করে দ্রুত এটির নির্মাণ কার্যক্রম আবারও শুরু করার দাবি জানান বক্তারা।  এছাড়া কপোতাক্ষ নদ খননেরও দাবি জানানো হয়।

বক্তব্য দেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্তোষ কুমার পাল, কপাই সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক জাকির হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা দিলীপ অধিকারী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ওয়ার্কার্স পার্টির নেতা মাস্টার প্রদীপ কুমার পাল।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফসারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *