Spread the love

কামরুল হাসান: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের পঞ্চম দিন কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে অর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) বিকালে পৌরসদরের বাজারের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় ৮ জনকে বিভিন্ন অংকে ১৫ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেন।

এ সময় মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার প্রচারণাও চালানো হয়।

সেসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, ব্যবসায়ী নেতা আশফাকুর রহমান সোহেলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আইনগত সহায়তা করেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা সঠিকভাবে পালন, নিজেকে নিরাপদ ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *