Spread the love

কলারোয়া প্রতিনিধি: ৮ কেজি ২০০ গ্রাম রূপাসহ ইমরান হোসেন (৩৪) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ই আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় রূপা পাচার কাজে ব্যবহ্নত একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

ইমরান হোসেন কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত বারেস আলীর ছেলে।

ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব জানান, ভারত থেকে চোরাই পথে রূপার একটি বড় চালান কলারোয়ার দিকে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়ীয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় ইমরান হোসেনকে ৮কেজি ২০০ গ্রাম রূপা ও ব্যবহ্নত একটি ১০০ সিসি প্লাটিনা মোটর সাইকেলসহ আটক করা হয়।

উদ্দারকৃত রূপার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ২৪ হাজার ৮০০ টাকা আর জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১লক্ষ টাকা।

তিনি আরো জানান, এঘটনায় ইমরান হোসেনের বিরুদ্ধে চোরাচালান পণ্য পাচার আইনে মামলা করে বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বিজিবি’র দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *