Spread the love

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ ঘরে অবস্থান করছে দেশের সকল শ্রেণী পেশার মানুষেরা। আর এই ঘরবন্দী জীবনদশায় মানবেতর জীবন যাপন করা সমাজের খেটে খাওয়া অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সামাজের আপামর জনসাধারণের পক্ষে স্বেচ্ছাসেবক লীগ সবসময় ছিল, আছে,থাকবে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সাধারণ সস্মাদক মীর মোস্তকা আলীর নেতৃত্বে ৫০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল , পেয়াজ ১ কেজি, ৫০০ গ্রাম লবন, ১টা সাবান সম্বলিত বস্তা তুলে দেওয়া হয়।

এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শফিক মাহমুদ, সাংবাদিক আনিস জাহাঙ্গীর কবির, তাঁতী লীগের সভাপতি মীর আজাহার আলী শাহীন, নাইমসহ আরও অনেকে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *