Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ:

করোনো ভাইরাসের সংক্রমণ রোধে নির্ঘুম রাত কাটাচ্ছেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। দেশে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার(ভূমি) সিফাত উদ্দীন, কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমীন, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষ অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ দিলোয়ার হুসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন বাড়ি বাড়ি। তদারকি করছেন বাজার।

ইতোমধ্যে উপজেলায় বিদেশ ফেরত ৭৬ ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে এবং লাল পতাকা টানোসহ অন্যান্য কাজ অব্যাহত থাকবে। প্রবাসীদের শরীরে মেরে দেওয়া হচ্ছে সিল। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে ও চায়ের দোকানে জনসমাগম বন্ধ করতে উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা অব্যাহত আছে। কালিগঞ্জ উপজেলায় ৯টি টিম মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করছে। এসময় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করার কাজ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *