Spread the love

কলারোয়া প্রতিনিধি: দুই ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে রাস্তার উপরের মাটি সরিয়ে পানি ঢেলে পরিস্কার করাতে বাধ্য করা হয়েছে।

বুধবার দুপুরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন।

এ সময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন-২০১৩ অনুযায়ী ব্যবহৃত মাটি পাকা রাস্তায় ফেলে কাদা করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে এনবিআর ব্রিক্সকে ৫০ হাজার ও উপজেলার মেসার্স দমদম ব্রিক্সকে ৭০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

একই সাথে রাস্তায় কোদাল দিয়ে মাটি কেটে ও পানি ঢেলে পরিস্কার করানো হয়েছে।

এদিকে এমন একটি মহৎ কাজের জন্য উপজেলাবাসী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন কে অভিনন্দন জানিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন কলারোয়া থানা পুলিশ ও বেঞ্চসহকারী মাকসুদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *