Spread the love

মাসুদ পারভেজ, কালীগঞ্জ: কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বইয়ের দোকান ও হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় উপজেলার ফুলতলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিন।

এসময় অবৈধভাবে নোটবুক রাখার অপরাধে কালিগঞ্জ আজিজিয়া লাইব্রেরীর মালিককে ৫০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অভিযোগে কালিগঞ্জ বিসমিল্লাহ হোটেলের মালিককে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, হোটেল, রেস্তোরাঁগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মেঝেতে স্যাঁতসেঁতে যাতে না থাকে সেজন্য টাইস লাগাতে হবে ও খাদ্যদ্রব্য সুন্দর পরিবেশে প্রস্তুত করতে হবে। এছাড়া ১৯৮০ সালের নোটবুক আইনে সৃজনশীল পড়াশোনার জন্য গাইড ব্যবহার করা যাবে, তবে কোন রকমে গাইড বইযের প্রশ্ন উত্তর টিকা গাইড সহ নোটবুক পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *