Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনগোষ্ঠী তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে ২০২০ সালে মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রশিক্ষণের মাধ্যমে সাতক্ষীরায় ১৪শ আইটি এক্সপার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যা ডিজিটাল সাতক্ষীরা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এটুআই প্রণীত ‘মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদার, চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুল ইসলাম মিনি, বিসিকের ব্যবস্থাপক গোলাম সাকলাইন কাফি, এটুআই কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, অ্যাকশন এইড কর্মকর্তা মুশফিক তাজওয়ার প্রমুখ।

কর্মশালায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, চেম্বার অব কর্মাস, বিসিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন কর্মকর্তা অংশ নেন।

এতে সাতক্ষীরায় উৎপাদিক কাকড়া, চিংড়ি, আম, মধু, বরই, পেয়ারা, কুচেসহ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি ও এসব পণ্য বাজারমুখীকরণের বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *