Spread the love

এসভি ডেস্ক: কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। দুই সহপাঠীর নামে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় কলেজের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে সোচ্চার প্রতিবাদ জানায় বিভিন্ন বর্ষের ছাত্র ও ছাত্রী। মানববন্ধনে শিক্ষার্র্থীরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে শিক্ষার্থী শাওনসহ বক্তারা বলেন-আমাদের দুই সহপাঠীর নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কলেজ চলাকালীন সময়ে সহপাঠীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের তাতিপাড়ার বাসিন্দা আবুহার মোড়লের কন্যা লিপি খাতুন (১৬)। কলেজেই বিষয়টি সমাধান হয়ে গেলেও বাড়ি ফিরে লিপি খাতুন বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে মেয়ের বাবা আবুহার হোসেন কলারোয়া থানায় মেয়ের সহপাঠী আসিফ, আলতাফ ও কলেজের পিয়ন শফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন সাংবাদিকদের জানান-বিষয়টি ভিত্তিহীন। তারপরেও আমরা সমাধানের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *