আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই তরুন কৃষ্ণ রায় সিআর-৬৩/১৮ (ওয়ারেন্ট) আসামী দরগাহপুর গ্রামের মোঃ ইমতাজ গাজীর ছেলে খোকন ইসলামকে গ্রেফতার করেন।
এসআই ইসমাইল হোসেন জিআর-১১২/১৪ (ওয়ারেন্ট) আসামী লস্করী খাজরার ইয়াকুব আলি গাইনের ছেলে রিপন গাইনকে গ্রেফতার করেন। এএসআই মাহাবুব হাসান পৃথক অভিযানে সিসি-৪৪/১২ মামলায় গোকুলনগর গ্রামের মৃত বক্স গাজীর ছেলে শওকত হোসেন গাজীকে গ্রেফতার করেন।