Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি দাখিল মাদ্রাসা ঘূর্ণিঝড় ফণি’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ফণি’র আঘাতে মাদ্রাসাটি ৯টি ক্লাস রুমে বাশের ফ্রেম ও টিনসেড উড়ে যায়। সকালে স্থানীয়রা মাদ্রাসার সুপারকে ঘটনার বিষয়টি জানান।

নৈকাটি দাখিল মাদ্রাসা সুপার মাওঃ মোঃ ইমদাদুল হক জানান, ঘূর্ণিঝড়ের ফলে মাদ্রাসার ৯টি ক্লাস রুমে বাশের ফ্রেম ও টিনসেড উড়ে গেছে। ফলে বর্তমানে অতি কষ্টে খোলা আকাশের নিচে ক্লাস পরিচালনা করতে হচ্ছে।

অভিভাবক ও স্থানীয়রা জানান, এটি আমাদের এলাকায় একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে। কিন্তু ঘূর্ণিঝড় ফণি’র আঘাতে মাদ্রাসাটির চাল উড়ে যাওয়ায় আমাদের সন্তানদের অতি কষ্টে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।

বিষয়টি আমলে নিয়ে অতিদ্রুত মাদ্রাসাটির সংস্কার করে ছাত্র-ছাত্রীদের পাঠদানের সু-ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী।