Spread the love

এসভি ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি রাজ্য জুড়ে গ্রাস করেছে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফনি। ফনির কিছুটা আভাশ দেখা দিয়েছে বাংলাদেশের উপকূলবর্তী কয়েকটি জেলায়। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাতে শুক্রবার (০৩ রা মে) সারাদিন জুড়ে প্রবল বৃষ্টি ও ভারি বাতাসের মধ্যে আতংকে জীবন হাতের মুঠোয় নিয়ে প্রাণে বাঁচার জন্য সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য তাদের প্রাণপন ছুটে চলা।

তাদের খোঁজখবর নিতে সাতক্ষীরার শ্যামনগরের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা। কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশে শ্যামনগরের সাইক্লোন শেল্টার পরিদর্শন করে দুস্থ অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সার্বিক ব্যবস্থাপনায় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া সকল মানুষের মাঝে শুকনা খাবার (সিংগারা, জিলাপি, মিষ্টি, টোস্ট, চিড়া ও মুড়ি) বিতরণ করেন।

বিপদের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষেরা সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ও শ্যামনগরের সিডিও ইয়ুথ টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে জেলা যুবলীগ নেতা মোহাম্মদ গালিব, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাবেক সাধারন সম্পাদক আবদুল হাকিম সবুজ, সাবেক সহ-সভাপতি মো. বাবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, ছাত্রনেতা স.ম ওসমান গনী সোহাগ, মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ হোসেন, মো. আসিফ সহ উপকূলবর্তী ইউনিটের ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।