Spread the love

এসভি ডেস্ক: উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বহিষ্কার করলো ভিয়েতনাম কর্তৃপক্ষ- বিশ্বাস করা যায়! অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই তিনি বৈঠক করতে গেলেন দেশটিতে। শুনে চমকে উঠলেও ঘটনাটি হচ্ছে ভিন্ন।

বিবিসি জানায়, এ কিম আসলে উত্তর কোরীয় নেতা কিম নন। তিনি হলেন নকল কিম। মূলত এই ব্যক্তি একজন অস্ট্রেলিয়ান কমেডিয়ান।

জানা গেছে, নকল এই কিমের নাম হাওয়ার্ড এক্স। তার নাম চেহারাও অবিকল উত্তর কোরীয় নেতার মতো।

তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নকল করে মানুষকে মজা দিয়ে থাকেন। এর মাধ্যমেই তিনি জীবিকা অর্জন করে থাকেন।

কিমের মতো অঙ্গভঙ্গি ও আচরণ করে ভিয়েতনামে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন হাওয়ার্ড। সংবাদমাধ্যমগুলোরও শিরোনাম হয়ে ওঠেন তিনি।

মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন আসল কিম। তার আগে চীন থেকে সামরিক সুসজ্জিত একটি ট্রেনে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি। তবে তার পৌঁছানোর আগেই নকল কিমকে দেশটি থেকে বহিষ্কার করে ভিয়েতনাম কর্তৃপক্ষ।

হ্যানয়ে ২৭-২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী দ্বিতীয়বারের মতো এই শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর কোরীয় নেতা কিম জং-উন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এর আগের সম্মেলনটি হয়েছিল গত বছরের জুনে সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে।

দ্বিপাক্ষিক এই বৈঠকে কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে জোর আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।