Spread the love

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাচাই উপলক্ষে উপজেলা আ.লীগের উদ্দ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলারেয়ো জেকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাচাই করা হয়।

জানা যায়,উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০১ টি ওয়ার্ড ও ১টি পৌরসভা নিয়ে আ.লীগের ডেলিগেট কাউন্সিলরদের মৌখিক ভোটাভুটির মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রস্তাবের মধ্য দিয়ে ২০০ জন ডেলিগেট কাউন্সিলর ও সুধীজনের মতামতের ভিত্তিতে কলারোয়া আ.লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। তার বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় তাকে আ.লীগের একক প্রার্থী মনোনীত করা হয়। প্রার্থী বাচাইয়ের পর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনুষ্ঠানে প্রধান অতিথী আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলার আ.লীগের সাংগঠনিক সস্পাদক ভিপি মোরশেদ আলী, শেখ জাকির হোসেন, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, ইউনিয়ন আ.লীগ নেতা শেখ মোসলেম আহমেদ, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাজ নাজমীন খুকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকির খান জর্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা তরুনলীগের সভাপতি এসএম আশারাফুজ্জামান রিপুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুর রহমান, ওয়ার্ড সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এড. আবুল বাশার, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, সাবেক ছাত্রলীগনেতা মোস্তাফিজুর রহমান মোস্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা.রবিউল ইসলাম রবি, আ.লীগ নেতা মজিবর রহমান, শামছুর রহমান খাঁ, মোজাম্মেল হক, রবিউল হোসেন, যুবলীগ নেতা বাপ্পি খান প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকসহ শত শত নেতাকর্মী।