Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তের গোয়ালপাড়ার ১৭ নং পিলারের ৭ এর এসআর বরাবর এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ঘন্টাব্যাপি এ বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩, বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম পিএসসি ও ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৭৬ ব্যাটালিয়নের (কলকাতা) সেকেন্ড-ইন-কমান্ড শ্রী বিজয় ডিমরি। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩, বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন. অপ্স অফিসার মেজর মোঃ সাজিদ ইমরান, পিএসসি, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান ভুঁইয়া, মাদরা কোম্পানি কমান্ডার মুজিবুর রহমান ও চান্দুড়িয়া বিওপি কমান্ডার হারুন-উর-রশিদ।

অপরদিকে বিএসএফ’র পক্ষে আরও উপস্থিত ছিলেন ৭৬ ব্যাটালিয়নের (কলকাতা) কোম্পানি কমান্ডার শ্রী মনোজ কুমার, ইন্সপেক্টর কোম্পানি কমান্ডার এসএইচ নাক্কারগুন্ডি ও ইন্সপেক্টর প্রবীণ সিং চরণ।

সাতক্ষীরা ৩৩, বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম পিএসসি সাংবাদিকদের জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, হিজলদি ও মাদরা সীমান্তের সীমান্ত পিলারের উপর পুনর্লিখনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ ঐকমত্য পোষণ করেন।