Spread the love

এসভি ডেস্ক: নির্বাচন সামনে রেখে পুলিশের এসপি পদে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন সৃষ্টি করা পুলিশ সুপারের (এসপি) ২৩০টি সুপারনিউমারারি পদে ২৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস আদেশটি জারি করেন।

এতে বলা হয়, পদগুলোয় কর্মরত পদধারীদের অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ২৩০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এর আগে মঙ্গলবার অতিরিক্ত আইজি ও ডিআইজি পদে ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটিই বড় ধরনের পদোন্নতির ঘটনা।