Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় ফুল উৎসব উদযাপন করা হয়েছে।

বুধবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন, প্রাথমিক রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারী ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শোভা রায়, দুলাল চন্দ্র রায়, বাবলু রহমান, আশেকুজ্জামান, রবি শঙ্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শেখ নুরুল্লাহ, রেহানা খাতুন, তহামিনা পারভীন, পারুল আকতার, আরিফুজ্জামান কাঁকন, আহসান উল্লাহ, ইউনুস আলি, হালিমা খাতুন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কোষাধ্যক্ষ এমএ সাজেদ. সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন প্রমুখ।

বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা হলো: বিজয় ফুল তৈরিতে ৭ নং মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা: মাসুমা আক্তার বৈশাখী, গল্প রচনায় ৪০ নং কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ আব্দুল্লাহ আল ফারাবী, কবিতা রচনায় রাইসা মাহাজাবীন, কবিতা আবৃতিতে নোশাইবা শারমিলি, চিত্রাঙ্কনে আনিকা তাহসিন, দলগত জাতীয় সঙ্গীতে নাফিস রাইসানা, রাইসা মাহাজাবীন, তাহসিনা আফরোজ, ফারিয়া আফরিন, সাবেরা রহমান ও ফারজানা তৌফিকা, একক অভিনয়ে ৬১ নং শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লরা ঘোষ এবং দলগত দেশাত্মবোধক সঙ্গীতে একই বিদ্যালয়ের অথৈ পাল, সামিয়া আফরিন, অমৃত্য পাল অর্পা, লরা ঘোষ, তিশা ঘোষ ও অর্পিতা ঘোষ মেঘা।

উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর উদ্দিন জানান, উপজেলা পর্যায়ের ৮ ইভেন্ট বিজয়ীরা আগামীকাল ২ নভেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কলারোয়া উপজেলার বিজয়ী শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হয়। উপজেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা আগামি শুক্রবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।