Spread the love

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পানি দিবসে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের নারীরা নিরাপদ পানির দাবিতে নদীতে খালি কলস ভাসিয়ে প্রতিবাদ করেছে শতশত নারী, পুরুষ ও শিশুরা। মুন্সিগঞ্জ টু হরিনগর সড়কে খালি কলস উল্টে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এই পানি দিবসের আয়োজন করে সুশীলন। আয়োজনে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

সারাদেশে বিভিন্ন কর্মসূচীর সাথে সাতক্ষীরার সুন্দরবনের মালঞ্চ নদী উপকূলে কলস ধর্মঘটের সমর্থনে কলসবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, সিদ্ধার্থ মন্ডল, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত মহিলা সদস্য পলাশী রাণী সরকার, আঞ্জুমান আরা, শংকরী রাণী সরকার, নমিতা রাণী প্রমুখ।

উল্লেখ্য, শ্যামনগর লবনাক্ত এলাকায় হওয়ায় খাওয়ার পানির তীব্র সংকট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *