Spread the love

এসভি ডেস্ক: গত ম্যাচের মতো আজও নতুন বলে দুর্দান্ত শুরু করেন মুস্তাফিজুর রহমান। আরেক প্রান্তে খালেদও ভালো বোলিং করেছেন। এই দুই পেসার মিলেই কিউইদের টপ অর্ডার ভেঙে দেন। এরপর আরও একবার কিউদের হাল ধরেন হেনরি নিকোলস। এবার তার সঙ্গী ছিলেন টম ব্লান্ডেল। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই বোলার মতো কোনো ইনিংস খেলতে পারেনি। মুস্তাফিজ-মেহেদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *