Spread the love

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোন আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয়। সরকার যেকোনো মূল্যে বিএনপির আন্দোলন প্রতিহত করবে এবং যথাসময়ে় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইনে পুলিশের ইনডোর প্লে-গ্রাউন্ড এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমেরিকার ভিসা নীতির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। কাকে ভিসা দেবে আর কাকে দেবেনা সেটি একান্তই তাদের সিদ্ধান্ত। তবে যারা সুষ্ঠ নির্বাচনে বাধা সৃষ্টি করবে বা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করবে।’

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়ে়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন, কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন।’

এসময় খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান ও জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সাতক্ষীরা সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা তিনটায় কালিগঞ্জের নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *