Spread the love

গত ৫ জুলাই’২২ দৈনিক পত্রদূত, দৈনিক সাতঘরিয়া পত্রিকা ও সমাজের আলোসহ কয়েকটি অনলাইন পোর্টালে ‘সরকারী কর্মকর্তা দখল করলো সরকারী রাস্তা: নির্মাণ করলো স্থাপনা’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত সংবাদে সরকারী রাস্তার জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার যে মিথ্যা গল্প সাজানো হয়েছে তা কল্পণাপ্রসূত। প্রকৃতপক্ষে, সাতানী-ভাদড়া মৌজার হাল ১৬৩৫ দাগের রেকর্ডিও সম্পত্তির মালিক মৃত. মতিয়ার রহমানের ওয়ারেশগণ। উক্ত রেকর্ডিও জমির উপর দিয়ে সরকারী রাস্তা করায় একপার্শ্বের রেকর্ডিও জমি সড়কের সাথে একাকার হয়ে যায়। যা স্থানীয় বাজার কমিটি জানে। উক্ত স্থানে স্থাপনা করার কাজ শুরু করলে স্থানীয় একটি মহল কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তাছাড়া, কুশখালী ভূমি অফিসের নায়েব ও সাতক্ষীরা সদর ভূমি অফিসের সার্ভেয়ার বিষয়টি সরেজমিনে মাপ-জরিপ করে সীমানা পিলার ১৬৩৫ দাগের মধ্যে আছে বলে মন্তব্য পেশ করেছেন। এতে উক্ত কুচক্রি মহলটি উপায়ন্তর না পেয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে ও মিথ্যা কথা বলে আমাকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
সাইদুজ্জামান রনি
নায়ানজোল বাজার
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *