Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনাকালীন সময়ে ভারত থেকে এসে শহরের ৭টি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ২৩৭ জন ব্যক্তির সকাল ও দুপুরের খাবার খাইয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ।

সোমবার (১৭ মে) স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পরিষদ জেলার উন্নয়নে ও আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীসহ অসহায় মানুষের সকল বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ।’

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আল ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

 

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *