Spread the love

শ্যামনগর প্রতিনিধি: দাফনের ৭ মাস পর কবর হতে মোজাফফার মোড়ল (৫৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।

সোমবার(৫ এপ্রিল) দুপুরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল্যাহ’র উপস্থিতিতে ওই লাশ উত্তোলন করা হয়।

মোজাফফার মোড়ল সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়া গ্রামের মৃত দাউদ মোড়লের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার এসআই দিপতেষ রয় সাতক্ষীরা ভিশনকে বলেন, পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ আগস্ট প্রতিপক্ষরা মোজাফ্ফার মোড়লসহ অনেককে মারপিট করে আহত করেন। ওই দিনই মোজাফ্ফার মোড়ল বাদী হয়ে একটি মারামারির মামলা করেন। এরপর গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ৩১ আগস্ট তিনি মারা যান। এরপর কোন হত্যা মামলা না করেই লাশ দাফন করেন পরিবারের সদস্যরা। তবে বিষয়টি রহস্যজনক হওয়ায় মোজাফফরের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে মামলা করেন মোজাফফর রহমানের স্ত্রী মনিরা খাতুন। তার আবেদনের প্রেক্ষিতে মোজাফ্ফার মোড়লের লাশ কবর হতে উত্তোলনের নির্দেশ প্রদান করে আদালত।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল্যাহ বলেন, আদালতের নির্দেশে কবর হতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *