Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত সেচ্ছাসেবী সংগঠন “আল নূর ফাউন্ডেশন” বিনামূল্যে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে। তারই ধারাবাহিকতায় সংগঠনটি প্রবাসী ইমরান হোসেনের আর্থিক সহযোগিতায় বিদায়ী হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করে।

গত সোমবার আমতলা ছিদ্দিকিয়া বরকতিয়া এতিমখানা ও হেফজখানার বিদায়ী হাফেজদের জন্য হেফজখানার শিক্ষক হাফেজ আহমাদ আলীর নিকট পাগড়ি প্রদান করেন আল নূর ফাউন্ডেশনের এডমিন ফিরোজ শাহ।

“আল নূর ফাউন্ডেশন” সাতক্ষীরা “আল নূর হাসপাতাল”র একটি সহযোগি সংগঠন। সংগঠনটি ইতিপূর্বে অনেক অসহায় রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছে। শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়া আল নূর হাসপাতালে আসা গরিব অসহায় রোগীদের বিনামূল্যে এবং স্বল্পমূল্যে সেবা প্রদান করা হচ্ছে এই সংগঠনের সমন্বয়ে।

বিদায়ী হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন হেফজখানার সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ ও আল নূর হাসপাতালের নির্বাহী পরিচালক ও আল নূর ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম রব্বানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *