Spread the love

এসভি ডেস্ক: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ দাবি আদায় কমিটির জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর শেখ আবু ছালেক, অফিস সহকারী রাজীব দাশ, আবুল কালাম, মোজাম্মেল হক, জাহিদ হাসান, নিশীথ ব্যানার্জী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, উত্তম দাশ, শিল্পী খাতুন প্রমূখ।

এ সময় বলেন, সরকারি কলেজগুলোতে দিনভর খেটেও বেসরকারি কর্মচারীরা সামান্য বেতন পান। এতে বেসরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা যোগদানের তারিখ হতে চাকুরি রাজস্বখাতে স্থানান্তর, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান ও চাকুরিকালীন সকল বকেয়া পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

By S V

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *