Spread the love

সোহারাফ হোসেন সৌরভ: ‘আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানে হবে বিট পুলিশিং এর মূল স্লোগান। এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট ৬ নম্বর বৈকারী ইউনিয়ন পরিষদে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিট অফিসার এস,আই হাফিজুর রহমান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, এ এস আই- নির্মল কুমার ঘোষ
বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সকল শ্রেণীর পেশার মানুষ।

র‍্যালি ওসমাবেশে বিট অফিসার এস,আই-মোঃ হাফিজুর রহমান বলেন, এলাকায় মাদক ,ধর্ষণ নারী ,নির্যাতন,ইভটিজিং জঘন্যতম অপরাধের বিষয়ে পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়ের আদেশের এবং সাতক্ষীরা থানা সদর অফিসার ইনচার্জ সাহেবের দিকনির্দেশনা তিন নম্বর বৈকারী ইউনিয়নের গুরুত্বপূর্ণ লোকেশনে সচেতনামূলক দিকনির্দেশনা দেয়া হয় সমাজ থেকে এইসব অপরাধীরা যেন অপরাধ সংঘটিত না করতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয় যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধগড়ে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এবং পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে, পুলিশকে সহযোগিতা করুন পুলিশ আপনাকে সুন্দর একটা সমাজ গড়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *