Spread the love

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার সদর সার্কেল মীর্জা সালাউদ্দীনের নেতৃত্বে কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকের ডোপ টেস্টে আটক ১৫ জন মাদকসেবীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ই সেপ্টেম্বর) দুপুরে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত ১৫ জনকে কারাগারে প্রেরণ করা হয়।

বুধবার (২৩ই সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হলে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্টের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্ট শেষে ১৫ জনের মাদকাসক্ত রিপোর্ট পজিটিভ আসায় তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের বাবর আলীর ছেলে আনারুল ইসলাম (৩৭), একই গ্রামের হেকমত আলী গাজীর ছেলে রুমন হোসেন (২৮), দক্ষিণ বহুড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে হারুন অর রশীদ (৩০), একই গ্রামের নূর ইসলামের ছেলে হারুন অর রশীদ-২ (৩০), রামকৃষ্ণপুর গ্রামের আফসার আলীর ছেলে আব্দুস সালাম (২৯), বড়ালী গ্রামের রকিব বিশ্বাসের ছেলে নূর হোসেন বিশ্বাস (২৮), পরানপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকির ছেলে বাদল সরদার (৩৭), পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মজনুর রহমান মজনু (৫৫), একই গ্রামের কুরবান সরদারের ছেলে ওয়াসিম সরদার (৩৬), গদখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে আতিয়ার রহমান আকাশ (২৩), মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে গোলাম হোসেন (৩৬), একই গ্রামের নিরাপদ সাধুর ছেলে প্রভাত সাধু (৩৫), যশোর জেলার বেনাপোল পাঠবাড়ী গ্রামের মৃত বাক্কার মোড়লের ছেলে আলমগীর হোসেন (৩৭), সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে জিয়ারুল হক সোহাগ (৪১) ও একই গ্রামের মৃত রফিকুর ইসলামের ছেলে আসানুর ইসলাম (৩০)।

আটকদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *