Spread the love

এসভি ডেস্ক: দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রথমবারের মতো ২ হাজার ছাড়ালো। বর্তমানে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জনে। 

রবিবার (০৫ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মোট সুস্থ ৭২ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। যে ৫৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। 

এ পর্যন্ত যে ২ হাজার ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬২৪ জন এবং নারী ৪২৮ জন বলেও জানান ডা. সুলতানা। 

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় আইইডিসিআর। গত ১৪ এপ্রিল করোনা সংক্রমণের ৩৮তম দিনে আক্রান্তের সংখ্যা ১ হাজারে পৌঁছোয়। যেটি এখন বেড়ে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন হয়েছে। 

বাংলাদেশে ১৮ মার্চ প্রথম মৃত্যুর পর ২৫ মে মোট মৃত্যুসংখ্যা বেড়ে হয় ৫০১ জন, সেই সংখ্যাটি হাজারের ঘরে পৌঁছোয় ১০ জুন। গত ২২ জুন তা দেড় হাজার অতিক্রম করে। আর আজ তা আরও বেড়ে ২ হাজার ছাড়ালো। 

এদিকে রবিবার পর্যন্ত বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে। 

বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৩৭ জন। তাদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৪ লাখ ৯ হাজার ২৫৩ জন এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন ৫৮ হাজার ৪৮৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন। 

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে তা ছড়িয়ে পড়ে। 

এরইমধ্যে গেল ১১ মার্চ করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *