Spread the love

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে শহরের ইটাগাছা কামালনগর এলাকায় শত শত নারী পুরুষ মানববন্ধন করেছে।

সোমবার দুপুর বারটার সময় সাতক্ষীরা নাগরিক কমিটির আহবানে ওই মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার জাহাঙ্গীর হোসেন কালু।

বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার তথা সাতক্ষীরা শহরের মাঝখানে ইটাগাছা পূর্বপাড়া এলাকার তিনশ’ বিঘা ফসলি জমি ও চার শ’ পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুম তীব্র হলে মানুষের জনজীবন বিপর্যস্থ হবে।

তারা আরো বলেন, প্রভাবশালী ঘের মালিকদের কারণে আটবছর ধরে পানিবন্দি আছেন এলাকার শতশত মানুষ। তাদের চলাফেরা করতে হচ্ছে বর্জ্য পানির মধ্য দিয়ে। তাদের গোসল ও খাওয়ার পানির সংকটও সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *