Spread the love

এসভি ডেস্ক: রাজধানীর মিরপুর-১২ এলাকার একটি ভবনে জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। 

সোমবার (২৯ জুন) ভোরে মিরপুর-১২, ই-ব্লক, ৭ নম্বর রোডের ৬২ নম্বর ভবনে অভিযান শুরু করে র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি সংঘবদ্ধ জাল টাকার কারবারি চক্র জাল টাকা তৈরি ও বাজারে বিক্রি করে আসছিল। দীর্ঘদিন ধরে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে।’

ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দুটি স্থানে একসঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রথমে পল্লবী-১২ এর একটি বাসায় জাল টাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। পরে সেখানকার তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় আরেকটি দলকে অভিযানে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘বসুন্ধরার ওই বাসায় মূলত জাল টাকার কাগজ প্রসেসিং করা হয়। এরপর জালটাকায় ফাইনাল প্রসেসিং সুতা সংযুক্ত করা প্রিন্টিংসহ অন্যান্য কাজ পল্লবীতে সম্পন্ন করা হয়।’

এএসপি সুজয় আরও জানান, অভিযান চলমান আছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ জাল টাকা টাকা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *