Spread the love

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তির বাড়ী লকডাউন করেছে পুলিশ।

আক্রান্তরা হলেন, দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের আজগার আলীর ছেলে রাজু আহমেদ বাপ্পী (২৯), আজগার আলীর শাশুড়ী খাদিজা বেগম (৭০) ও একই গ্রামের আমিনউদ্দীন গাজীর স্ত্রী সায়েরা বেগম (৬০)।

রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোন পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে রাত সাড়ে ১১ টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশে এসআই প্রবীর কুমারসহ থানার পুলিশ সদস্যরা করোনা আক্রান্তদের বাড়ী লকডাউন করেন।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল জানান, ইতোপূর্বে তিলকুড়া গ্রামে মমতাজ বেগম নামের যে নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো, বর্তমানে নতুন করে আক্রান্ত তিনজনই ওই নারীর নিকট আত্মীয়। করোনা শনাক্তের পর মমতাজ পারভীনকে লকডাউনে রাখাকালীন সময়ে এসকল ব্যক্তিরা তার সংষ্পর্শে যাওয়ায় তাদের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *