Spread the love

এসভি ডেস্ক: লকডাউন শিথিল করার পর আবারও জার্মানিতে ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির রোগ প্রতিরোধ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, একজন করোনা আক্রান্ত ব্যক্তি ১.১ হারে নতুন মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত করছে। আগের তুলনায় যা অনেক বেড়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটিতে কয়েক হাজার মানুষ লকডাউন পুরোপুরি তুলে নেয়ার বিক্ষোভের পর এমন প্রতিবেদন প্রকাশ করেছে আরকেআই।

জার্মানিতে এখন পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৩২৪ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। 

এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে লকডাউন তুলে নিতে দেশটির ১৬টি অঙ্গরাজ্যের নেতারা চাপ দিচ্ছেন। সেই চাপের মুখে গেল বুধবার লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছিল মার্কেল সরকার। খুলে দেয়া হয়েছিল দোকানপাট ও সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে জার্মান ফুটবল লীগ শুরুরও ঘোষণা দেয়া হয়। 

কিন্তু লকডাউন তুলে নেয়ার পর আবার নতুন করে দেশটিতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করে। পরিস্থিতি খারাপের দিকে গেলে জার্মান প্রশাসন আবারও লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *